স্টাফ রিপোর্টার ॥ সিলেট-আখাউড়া রেল সড়কে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরে তেলবাহী বগির লাইনচ্যুত ঘটনায় এখনও সিডিউল বিপর্যস্ত হচ্ছে। গত দুইদিন ধরে প্রতিটি ট্রেন ৩-৪ ঘন্টা সিডিউল বিপর্যস্ত হচ্ছে। ঘন্টার পর ঘন্টা যাত্রীরা স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন তারা। গতকাল শুক্রবার ঢাকাগামী জয়ন্তিকা, উদয়ন, পারাবতসহ বিভিন্ন ট্রেন তিন থেকে চার ঘন্টা পর শায়েস্তাগঞ্জ স্টেশনে পৌছেছে। অপেক্ষমান সিলেটগামী ট্রেনগুলোও ৩/৪ ঘন্টা শায়েস্তাগঞ্জ, রশিদপুর, শ্রীমঙ্গলে থেমে থাকে। অথচ ট্রেনের টিকিটে সিডিউল ঠিক থাকলেও বাস্তবে এর কোন মিল নেই। যার ফলে যাত্রীদের ভোগান্তির পোহাতে হচ্ছে। প্রসঙ্গত, গত বুধবার রাত ৮টার সময় লস্করপুর রাউওগায়ে তেলবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। ১২ ঘন্টা চেষ্টা চালিয়ে রেলযোগাযোগ স্বাভাবিক করেন কর্তৃপক্ষ। কিন্তু এরপরও সিডিউল বিপর্যস্ত নিয়ে হতাশায় রয়েছেন যাত্রীরা। এ বিষয়ে রেলের একজন কর্মকর্তা জানান, লস্করপুর-শায়েস্তাগঞ্জ সড়কে লাইনের স্লীপারের নাট বল্টু খোলে নিয়ে যাচ্ছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় কয়েকজনকে আটকও করা হয়েছে। এছাড়া তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় লাইন ঝুকিপূর্ণ হয়ে পড়ায় সিডিউল কিছুটা বিপর্যস্ত হওয়ার মূল কারণ। কয়েকদিনের মধ্যেই তা ঠিক করা হবে।