স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ নিজামুল হক বলেছেন, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিচারক ও আইনজীবীদের সুসম্পর্ক থাকা প্রয়োজন। তিনি বলেন, বিচার ব্যবস্থার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে মনে রাখতে হবে হাশরের দিন আল্লাহ বিচারকদেরও বিচার করবেন। এই কথা মনে রেখে কাজ করলে জনগণ নিশ্চয়ই ন্যায় বিচার পাবে। বিচার ব্যবস্থার অনেক সমস্যা থাকলেও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করলে বিচার ব্যবস্থার অবশ্যই উন্নতি হবে। অতীতের তুলনায় বর্তমানে বিচার ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। আইনজীবীগণ জনগণের সেবা করে যাচ্ছেন। তাদেরকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে ব্যতিক্রম হলে জনগণ ন্যায় বিচার হতে বঞ্চিত হবে। সংশ্লিষ্টদেরকে জনগণের কথা কান পেতে শুনতে হবে। তিনি ঐতিহ্যবাহী হবিগঞ্জ বারের প্রশংসা করে বলেন, এখানে বার-বেঞ্চের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে তা আগামী দিনের বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রেরণা যোগাবে।
বিচারপতি মোঃ নিজামুল হক গতকাল বুধবার রাতে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে তার সম্মানে সমিতির প্রধান হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাদানকালে একথাগুলো বলেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানের সভাপতিত্বে এবং আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব উল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মাহতাব হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনজুরুল হক খান, সিনিয়র এডভোকেট সৈয়দ আফরোজ বখত ও এডভোকেট এম এ মতিন খান। কোরআন তেলাওয়াত করেন এডভোকেট সৈয়দ মুফাচ্ছির হোসেন। অনুষ্ঠানে অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করা ছাড়াও প্রধান অতিথিকে একটি ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন আদালতের বিচারকগণ ছাড়াও জেলা আইনজীবী সমিতির বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। বিচারপতি নিজামুল হক ৩ দিন ব্যাপী হবিগঞ্জ সফরকালে বিভিন্ন আদালতের বিচারকার্য পরিচালনা প্রতক্ষ্য করা ছাড়াও বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।