স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় দুর্ঘটনায় পতিত হওয়া পেট্টোলবাহী তেলের লরিতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পেট্টোলসহ গাড়িটি পুড়ে গিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
বাহুবল মডেল থানা পুলিশ ও হবিগঞ্জ দমকল বাহিনী সূত্র জানায়- মেহেদী এন্টারপ্রাইজের পেট্টোলবাহী একটি লরি দুপুরে বাহুবল উপজেলার রশিদপুর ফ্রাকশনেশন সেন্টার থেকে ৯ হাজার লিটার পেট্টোল নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়।
লরিটি ফ্রাকশনেশন সেন্টারের অদুরে কামাইছড়া এলাকায় পৌছুলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় লরিতে আগুন লেগে যায়। পরে খবর পেয়ে হবিগঞ্জ দমকল বাহিনীর ২টি ইউনিট ও শ্রীমঙ্গল দমকল বাহিনীর ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ততক্ষণে পেট্টোলসহ লরিটি সম্পূর্ণ পুড়ে যায়।
হবিগঞ্জ দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।