স্টাফ রিপোর্টার ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসন থেকে অংশ নেওয়ার জন্য আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান। তিনি গতকাল বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট বিভাগের মনোনয়ন ফরম বিতরণের সমন্বয়ক টিমের সদস্যদের কাছ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় মনোনয়ন ফরম বিতরণের সমন্বয়ক টিমের সদস্যসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করার পর তিনি দলীয় নেতাকর্মীসহ বানিয়াচং-আজমিরীগঞ্জবাসীর দোয়া ও আশির্বাদ কামনা করেন।