স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা রিচি গ্রামের সু প্রতিষ্ঠিত সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান নূর মডেল কেজি এন্ড হাইস্কুলের প্রতি বছরের ন্যায় এবারও গতকাল বার্ষিক মিলাদ মাহফিল ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মো: গোলাম রাব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ও হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, মো: সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- রিচি জাঙ্গাল পঞ্চায়েত কমিটির সভাপতি, শাহ মো: আ: সালাম হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা মো: কাওছার আহম্মেদ, বৃন্দাবন কলেজ ছাত্রগীগের যুগ্ম আহ্বায়ক মো: মেহের আলী, ন্যারসলের উপ-পরিচালক, মো: রুবেল হোসাইন, এড. আ: ওয়াহিদ মনির, আজিজুল হক, সমাজ সেবা অফিসের মো: জাহাঙ্গীর আলম, জাপা নেতা মো: আব্দুল হক, সাবেক সেনা কর্মকর্তা শাহ মো: তাজুল ইসলাম, মো:ইলিয়াস মিয়া, মো:জাফর মিয়া, মো:মহিবুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- স্কুলের সংলিষ্ট সকলের জন্য মিষ্টি মুখ করাবেন ও ভবিষ্যতে আরো সকল সহযোগিতা করবেন বলে আসস্ত করেন। স্কুলের মান সম্মত যুগোপযোগী লেখাপড়া হচ্ছে। তিনি আরো বলেন, আমি প্রতি বছর হবিগঞ্জের অসহায় দের পাশে দাঁড়িয়েছি, যদি কেউ পড়া লেখা করতে চায় কিন্তু অর্থনৈতিক কারনে পড়তে পারে না, আমি তাদের সম্পূর্ণ খরচ দিবো।
সভায় বক্তারা বলেন- স্কুলের মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অত্র এলাকায় সুনাম বয়ে আনছে। স্কুলটি খুব অল্প দিনে সকলের মনে জায়গা করে ভূয়সী প্রশংসার দাবিদার হয়েছে। এছাড়া নিরলস ভাবে কাজ করছে ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দরা। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহাম্মদ নায়েব হোসাইন এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন শিক্ষিকা- তানিয়া আক্তার, লিপি, রাশিদা চৌ:, সাইজু আক্তার, খাদিজা আক্তার, তামান্না, লিপি,পারভিন, মো:রাজিব হোসাইন সহ অভিভাবক এলাকার মুরুব্বিয়ান, যুবক শিক্ষার্থী সহ প্রমূখ। মিলাদ পরিচালনা করেন মাও: আবিদুর রহমান আলকাদরী ও হাফেজ মো: তোফাজ্জুল ইসলাম ত্বোহা।