রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে শহরে বিএনপির বিক্ষোভ মিছিল ॥ পুলিশের সাথে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই তা প্রত্যাখ্যান করে শহরে বিক্ষোভ মিছিল করছে বিএনপি ও অঙ্গসংগঠন। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। শহরের শায়েস্তানগর, মুসলিম কোয়ার্টার ও ঈদ এলাকায় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সমং বেশ কিছু ককটেল বিস্ফোরনের শব্দ শুনা যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০/২৫ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। ১০ /১৫টি গাড়ি ভাংচুর করা হয়েছে। আতঙ্কে লোকজন ছুটাছুটি করেছে।
স্থানীয়রা জানান, তফসিল ঘোষনার পরপরই রাত ৮ টার দিকে শহরের মুসলিম কোয়াটার এলাকায় বিএনপির নেতাকর্মীরা লাঠি হাতে নিয়ে ব্যাপক ভাংচুর চালায়। এসময় অন্তত ১০টি যানবাহন ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সাথে বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
অপর দিকে শহরের শায়েস্তানগর ও ঈদগাও এলাকায় বিএনপি নেতা কর্মীরা অবস্থান নিয়ে রাস্তা অবরোধ ও ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপি নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সর সার্কেল মোঃ খলিলুর রহমান জানান, রাত ৯টার দিকে শহরের শায়েস্তানগর ও ঈদগাও এলাকায় বিএনপি নেতাকর্মীরা ৪০/৫০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০/২৫ রাউন্ড রাবার বুলেট ও ১০/১২ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হয় বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com