স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে অবরোধ কর্মসূচি পালনকালে আটক মহিলা দলের সভাপতি এডভোকেট ফাতেমা ও সম্পাদক সাবেক কাউন্সিলর লাভলী সুলতানাসহ ৩ জনের রিমাণ্ড ও জামিন না-মঞ্জুর করেছেন আদালত। সেই সাথে তাদের কে জেল গেইটে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা মমিনুল ইসলামকে নির্দেশ দিয়েছেন।
তবে আগামী রবিবার তাদের জামিন চাওয়া হবে বলে জানিয়েছেন আইনজীবি এডভোকেট আফজাল আলী, কুতুব উদ্দিন জুয়েল, গুলজার আহমেদ বুখশান। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে তাদের রিমান্ড ও জামিন শুনানী হয়।
এর আগে সোমবার সকালে নতুন বাস টার্মিনালে অবরোধ পালনকালে তাদের আটক করা হয়। এরপর সদর থানায় মামলা দেখিয়ে তাদের কারাগারে প্রেরণ করা হয়।