নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার রাইয়াপুর বড়খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাইয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল সংলগ্ন মাঠে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আব্দুল মন্নানের সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন নজরুল ইসলাম জিতু। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি ডাঃ মারুফ চৌধুরী শিপন। অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম ২০২২/২৩, ২০২৩/২৪ সালের বাজেট উপস্থাপন করেন। সমিতির যাবতীয় আয় ব্যয় এর হিসাব বিবরণী তুলে ধরেন এবং সবাই হিসাব গ্রহণ করেন এবং সন্তুষ্ট প্রকাশ করেন। সভায় উপস্থিত ছিলেন- এলজিইডির জেনারেল ফেসিলেটর উসাইনু মারমা, জিলু মিয়া, আঃ আজাদ, নজরুল, আতাউর রহমান, আকবির রহমান, সুলেমান মিয়া, অলি আহমেদ, আনছার মিয়া, ফজলু মিয়া, আব্দুল মুকিত, আব্দুল আলী, সামছুল হক, নুরুজ আলী, আব্দুল কালাম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, সবার সম্মিলিত প্রচেষ্ঠায় একে অন্যের সহযোগীতায় সমিতি এগিয়ে যাবে। তিনি সুন্দর আয়োজন করায় সবাইকে ধন্যবাদ জানান। সমিতির অনেক সদস্য উপস্থিত থেকে সভাটি প্রাণবন্ত করে তোলেন। সভায় উপস্থিত বক্তব্যে সাধারণ সদস্যরা বলেন, এই খালটি খননের মাধ্যমে বর্তমানে অগ্রহায়ণ মাসের ধানের প্রচুর ফলন হয়েছে সেই সাথে বোরো ফসল ফলনে এখন আর পানির অভাব নাই তাই তারা সমিতির সভাপতি, সেক্রেটারি এবং এর সাথে সংশ্লিষ্ট সমিতির সব সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সেই সাথে সদস্যরা বলেন যে, যেহেতু খালের দুই পাশে সুন্দর অপরূপ রাস্তা হয়েছে সেই রাস্তাটি সরকারের মাধ্যমে তা ইট সোলিং ব্যবস্থা গ্রহণ করতে এবং কিছু জায়গা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় তা সরকারের মাধ্যমে পূর্ণবাসন করতে। জাইকা হতে প্রাপ্ত দুটি ধান চাষের মেশিন এবং ধান ভাঙ্গার মেশিন তা সমিতির আওতাধীন তারানগাও এবং বেরিগাও সমিতির সদস্যরা ও অন্যরা নির্দিষ্ট ফি এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন। সেই সাথে আরো দুটি মেশিন অচিরেই সদস্যের ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। ঋণগ্রহীতাদের মধ্যে সভায় উপস্থিত নজির মিয়া ঋণ পরিশোধ করেন এবং সেই সাথে ঋণগ্রহীতার কয়েকজন সদস্য ঋণ পরিশোধের ব্যাপারে সময় নেন এবং আশ্বস্ত করেন তারা তা অচিরেই পরিশোধ করবেন এবং আগামী ১৫ দিনের ভিতরে সমিতি হতে নেয়া ঋণ পরিশোধ না করা হলে সমিতির উপ আইন অনুযায়ী ঋণগ্রহীতাদের উপর মামলা করা হবে।
আরো উল্লেখ্য যে – সমিতির বিরুদ্ধে যারা অপপ্রচার, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন তাদেরকে সমিতি হতে বহিষ্কার করা হবে। সমিতির এলসিএসের টাকা যাদের নিকট এখনো আছে তারা তা অতিসত্ব¡র তা সমিতিকে পরিশোধ করবেন। তা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় কিছু সংখ্যক সদস্যকে সম্মাননা সার্টিফিকেট বিতরণ করা হয়। সভায় দেশ ও জাতির মঙ্গল কামনা করে, সমিতির উন্নতি কামনা করে সভার সভাপতি সভাটি সমাপ্তি ঘোষণা করেন। সভার শুরুতে সমিতির মৃত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।