স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে তেলবাহী ট্রেনে কাটা পরে বিনয় পাল (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার সাড়ে ৭টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার কুতুবের চক এলাকায় এ ঘটানটি ঘটে। নিহত বিনয় পাল নবীগঞ্জ উপজেলার বড় শাখোয়া গ্রামের বিরন্দ্র পালের ছেলে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার উপ-পরিদর্শক মীর সাব্বির আলী বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকালে ওই স্থানে তাকে চা খেতে দেখেছেন স্থানীয়রা। পরে হয়তো তিনি রেল লাইনে কোন কারণে গিয়েছেলেন তখন তেলবাহী ট্রেনে কাটা পরেন। তিনি জানান, তার পরিবারকে খবর দেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।