নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বাদে রায়ঘর গ্রামের বাসিন্দা ও হবিগঞ্জ আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, কবি ও সাহিত্যিক শেখ মোঃ ইলিয়াস মিয়া (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) তিনি গত ১২ নভেম্বর রবিবার দুপুর ১২টায় সিলেট একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাযার নামাজ পরদিন ১৩ নভেম্বর সকাল ১১টায় নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। এতে দলমত নির্বিশেষে সহস্রাধিক মুসল্লিরা অংশ গ্রহণ করেন। মৃত্যুকালে তিনির ১ ছেলে ১ মেয়ে, স্ত্রী সহ ভাই বোন অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান।
তার আকষ্মিক মৃত্যুতে হবিগঞ্জ বারের আইনজীবী সহকর্মীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাযার নামাযে অংশ গ্রহণ করে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপণ করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, জেলা বারের আইনজীবীসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাহিত্যিক সংগঠনের নেতৃবৃন্দ। জীবদ্দশায় তিনি শিক্ষকতা, সাংবাদিকতা, কবি সাহিত্যিক হিসেবে সমাজে অতি সুনাম অর্জন করেছেন। শেষ পর্যায়ে হবিগঞ্জ আদালতে একজন সিনিয়র আইনজীবী হিসেবে দক্ষতার সহিত দায়িত্ব পালণ করে গেছেন। তাঁর রচিত অসংখ্য ছড়া, কবিতা রয়েছে। এছাড়া রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সংগঠক ও ছিলেন তিনি।