নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। সোমবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংসদ সদস্য শোক প্রকাশ করেন। শোক বিজ্ঞপ্তিতে মিলাদ গাজী বলেন- নবীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সদস্য ও দীঘলবাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন দীর্ঘদিন বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করেছেন। তিনি আওয়ামী লীগের নিবেদিত প্রাণ হিসেবে দলের দুর্দিনে কাজ করেছেন। আওয়ামী লীগকে তৃণমূলে ওয়ার্ডে ওয়ার্ডে সুসংগঠিত করতে গোলাম হোসেনের ভূমিকা ছিল অন্যান্য। আওয়ামী লীগের নিবেদিত প্রাণ গোলাম হোসেন দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সোমবার সন্ধ্যায় গোলাম হোসেন মৃত্যুবরণ করেন। তাঁর চলে যাওয়া আওয়ামী লীগের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি উনার রূহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।