স্টাফ রিপোর্টার ॥ ইউএসএআইডি এবং এসএমসি অর্থায়নে পরিচালিত সীমান্তিক (নতুন দিন) প্রকল্পের উদ্যোগে ১১ নভেম্বর থেকে ১২ নভেম্বর হবিগঞ্জ জেলার ৬টি উপজেলা বানিয়াচং, নবীগঞ্জ, লাখাই, বাহুবল, মাধবপুর ও চুনারুঘাটে গর্ভবর্তী মায়েদের সেবা দিবস উদযাপন করা হয়। উক্ত সেবা দিবসে প্রায় ৩ শতাধিক গর্ভবতী মাকে গর্ভকালীন বিনামুল্যে সেবা প্রদান করা হয়। এরই অংশ হিসেবে গতকাল ১২ নভেম্বর রোববার লাখাই উপজেলার মোড়াকুড়ি ইউনিয়নে দিনব্যাপী গর্ভবতী মায়েদের সেবা প্রদান করেন গাইনী বিশেষজ্ঞ ডাঃ তাজরিন মজুমদার। তিনি মায়েদের গর্ভকালীন সেবা ও পুষ্টি বিষয়ে কাউন্সেলিং করেন। গর্ভবতী মাকে গর্ভকালীন সময়ে কমপক্ষে ৪ বার সেবা গ্রহন করার প্রয়োজনীয়তা, গর্ভকালীন সময়ে মায়ের পুষ্টি নিশ্চিত করার জন্য মাইক্রো নিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট এর গুরুত্ব এবং হাসপাতালে ডেলীভারী করানোর জন্য তিনি মায়েদের উৎসাহিত করেন। এসময় জিএসএসগণ উপস্থিত গর্ভবর্তী মায়েদের স্বাস্থ্য সামগ্রী নিশ্চিত করেন।
ক্যাম্প পরিচালনার সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জের ডিষ্ট্রিক্ট টীম লিডার মোঃ আলমগীর হোসেন, উপজেলা সুপারভাইজার মোছাঃ শেফা আক্তার। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি মোবিলাইজারগণ এবং লিড জিএসএমগণ।