স্টাফ রিপোর্টার ॥ জেলা পরিষদ ডাকবাংলোর নবনির্মিত ভবন আধুনিক রেস্ট হাউজ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মাঃ তাজুল ইসলাম।
গতকাল শনিবার (১১ নভেম্বর) হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে সদর ডাকবাংলোর আধুনিক রেস্ট হাউজ এর শুভ উদ্বোধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এড. মোঃ আবু জাহির, সংসদ সদস্য এড. আব্দুল মজিদ খান, সিলেট সিটি কর্পারেশন মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।