শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ভাদৈ আইডিয়াল হাই স্কুলে ব্র্যাকের আয়োজনে কৈশোর বয়সে স্বাস্থ্য ক্যাম্পেইন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরা কর্মসূচির অধিকার এখানে, এখনই প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের কৈশোর বয়সে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা এবং অধিকার বিষয়ে গতকাল মঙ্গলবার সকালে ভাদৈ আইডিয়াল হাই স্কুলে ক্যাম্পেইন এবং শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ব্র্যাকের সার্বিক পরিচালনায় ও ইয়ূথ গ্রুপের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ কামাল মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আন্জুমান আরা বেগম, সাংবাদিক মোঃ কাউছার আহমেদ, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস, প্রকল্পের ডিস্ট্রিক্ট ইয়ূথ মবিলাইজার তানিয়া সুলতানা। ইয়ূথ লিডার সানজানা আক্তারের সভাপতিত্বে ও ইয়ূথ লিডার মোঃ ইমরান আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ম্যানেজিং কমিটির সদস্যসহ নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও স্কুলের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com