নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী ব্যক্তিগত সফরে যুক্তরাজ্য গমন করায় প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব গ্রহন করছেন।
গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে পৌর পরিষদ হলরুমে এই দায়িত্ব হস্তান্তর করেন পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী। ইতি পূর্বে তিনি নবীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছেন। তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের ২ বারের নির্বাচিত কাউন্সিলর। পৌর এলাকার চরগাও গ্রামের চুনু মিয়া চৌধুরীর পুত্র। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক ও বর্তমানে উপজেলা যুবলীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত।
ভারপ্রাপ্ত মেয়র জায়েদ চৌধুরী তিনি তার দায়িত্ব পালনে পৌরসভার সর্বস্তরের জনগণ রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ ও পৌর পরিষদের সকল কাউন্সিলরদের সার্বিক সহযোগিতা কামনা করেন।