বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যস্ততম সড়কে বালু জমা করে বিক্রয়ের অপরাধে এক ব্যক্তির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কের কামাইছড়া বাজারের পাশের রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বাধীন টিম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন করে রাস্তার উপর ডিপো করে বিক্রয়ের অভিযোগে সাগর মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় প্রায় ৫০ হাজার ঘনফুট বালু ও ১টি এক্সেভেটর সরকারের অনুকুলে বাজেয়াপ্ত করা হয়।