স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডে স্ট্রিট লাইট সম্প্রসারণের কাজ শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ৫ নভেম্বর রবিবার বিকেলে সুইচ টিপে নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী এই কাজের উদ্বোধন করেন। এডিপি প্রকল্পের এই কাজটি বাস্তবায়ন করেছে নবীগঞ্জ পৌরসভা। এর মাধ্যমে ১নং ওয়ার্ডে গন্ধা পয়েন্ট হতে সাকোয়া রোডের অর্ধ-কিলোমিটার পর্যন্ত এবং ২নং ওয়ার্ডে রাজনগর এলাকায় প্রায় অর্ধ কিলোমিটার স্ট্রিট লাইটের কাজ সম্পন্ন হল। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ আব্দুস সোবহান, কাউন্সিলর ফজল চৌধুরী, মোঃ জাকির হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ, নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, সহকারী প্রকৌশলী মোঃ সহিদুল হক সহ পৌর কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ১নং ওয়ার্ড গন্ধা পয়েন্ট হতে শাখোয়া রোড এবং ২নং ওয়ার্ড রাজনগর এলাকায় মোট ৯০০ মিটার স্ট্রিট লাইট সম্প্রসারণের কাজ করা হয়। যার প্রাক্কলিত ব্যয় ৭ লক্ষ ৩৮ হাজার ৫৮২ টাকা। ১নং ওয়ার্ডের স্ট্রিট লাইট সম্প্রসারণের ঠিকাদারী প্রতিষ্ঠান ছিল মেসার্স শিকদার এন্টারপ্রাইজ এবং ২নং ওয়ার্ডের স্ট্রিট লাইট সম্প্রসারণের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ডব্লিউএনএন কনস্ট্রাকশন।