শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

নবীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ২০২৩-২৪ অর্থবছরে রবি/২০২৩-২৪ মৌসুমে গম ভূট্টা, সরিষা, সূর্যমুখী ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ এবং ২০২৩-২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের হলরুমে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ। কৃষি সম্প্রসারন অফিসার শৈলন কুমার পালের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন মাওঃ কাজী হারুনুর রশিদ, গীতা পাঠ করেন শৈলন পাল। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এড. গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান মুহিত, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল ইসলাম সজীব, নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সসম্পাদক অঞ্জন রায়, ইউপি সদস্য মোঃ জুয়েল মিয়া ও অজিদ সূত্রধর, নবীগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সবুজ দাশসহ প্রতিটি ইউনিয়ন থেকে কৃষক ও বিভিন্নি রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১৫৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্য রাসায়নিক সার ও বীজ এবং কৃষক গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি বিবতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com