স্টাফ রিপোর্টার ॥ ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের কথাকে সত্য বলে বিশ্বাস করে। তাই শিক্ষকদের উচিত ছাত্রছাত্রীদেরকে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করে তোলা। “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সপ্তাহ” ২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জেলা হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ। তিনি বলেন, ‘যথাযথ স্থানে বর্জ্য ফেলতে এবং পলিথিন ব্যবহার কমাতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।’ প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক আরো বলেন ‘আপনারা বর্জ্য ফেলতে ডাস্টবিন ব্যবহারসহ স্বাস্থ্যনীতি সম্পর্কে শিক্ষার্থীদের হোম ওয়ার্ক দিতে পারেন। এতে করে ভাল ফলাফল করতেও শিক্ষার্থীরা ডাস্টবিন ব্যবহার ও পরিচ্ছন্নতার নিয়মগুলো চর্চা করবে। তিনি বলেন, ‘ড্রেনের মধ্যে আবর্জনা ও পলিথিন ফেলার কারনে ড্রেনগুলোতে পানি জমে যায়। এব্যাপারে সবাইকে সচেতন না হলে পৌরসভার পক্ষে ড্রেন সচল রাখা কঠিন হয়ে পড়বে।’ সভাপতির বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘পৌরসভার আবর্জনা অতিকষ্টে ৪ কিলোমিটার দুরে অবস্থিত ডাম্পিং স্টেশনে প্রতিদিনের নিয়ে যাওয়া হয়। পৌরসভার ভ্যানগাড়ী ত্রিহুইলার ট্রাক, এ গুলো সার্বক্ষনিক আবর্জনা অপসারণে নিয়োজিত থাকে। কিন্তু দেখা যায় পাড়ামহল্লার গলি রাস্তা অথবা পুকুরপাড়ে যত্রতত্র আবর্জনা ফেলা হচ্ছে। তাই বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা একটি সুনির্দিষ্ট নিয়মের মধ্যে নিয়ে আসা কষ্টসাধ্য হচ্ছে। আমারা আশাকরি সবাই ভ্যানগাড়ীতে ময়লা দেবেন। এ ব্যাপারে সকলের সহযোগিতা পেলে শহরকে আরো সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখা সম্ভব হবে।’
অন্ষ্ঠুানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মুহাম্মদ সাদিকুর রহমান, সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবে সাবেক সভাপতি মোঃ শাবান মিয়া, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান শামীম, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, এডিপিও গোকুল চন্দ্র দেবনাথ, মেডিক্যাল অফিসার ডাঃ শরীফ মোঃ সানজিদ জামান, বিয়াম স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা ও শিক্ষিকা রুমানা আক্তার খানম। স্বাগত বক্তব্য রাখেন, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন। পৌর কাউন্সিলরদের মাঝে আরো উপস্থিত ছিলেন, গৌতম কুমার রায়, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, প্রিয়াংকা সরকার, শেখ সুমা জামান। উপস্থাপনা করেন পৌর নির্বাহী কর্মকতা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি পৌরসভার দেয়া ডাস্টবিন সংশ্লিষ্টদের মধ্যে বিতরণ করেন। এছাড়াও পরিচ্ছন্নতা সপ্তাহের পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও একই ভেন্যুতে একই দিনে হবিগঞ্জ পৌরসভার তামাক বিরোধী উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেবী চন্দ। এ অনুষ্ঠানেও সচেতনতামুলক পোষ্টার, ক্রেস্ট ও ক্যালেন্ডার বিতরণ করা হয়।