স্টাফ রিপোর্টার ॥ আজ হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হবে। ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ ’ এ প্রতিপাদ্য নিয়ে সকাল সাড়ে ৯টায় সদর থানা থেকে এক র্যালি বের হবে। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানায় গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হবে। পুলিশ সুপার এসএম মুরাদ আলির নেতৃত্বে র্যালিটি শুরু হবে। সদর থানার পক্ষ থেকে সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। এ ছাড়াও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণির মানুষ এতে উপস্থিত থাকবেন।