প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা হারভেস্টার মালিক সমিতির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৩ নভেম্বর) বিকাল ৩টায় নবীগঞ্জ শহরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হারভেস্টার মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম চৌধুরী। সমিতির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি শংকর পাল, কোষাধ্যক্ষ বিশ্বজিত দাশ (নারায়ন), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাকিম মিয়া, খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক গৌছ আলী, হারভেস্টার মালিক কামাল হাসান, সুহেল মিয়া, মনু মিয়া, ইকবাল আহমেদ, হারুন মিয়া, হান্নান মিয়া, রুমেল মিয়া, সুফিয়ান মিয়া, জিতু মিয়া, আজাদ মিয়া, ছানা মিয়া, শিপন মিয়া, মনসুর মিয়া, কাউছার মিয়া। এতে উপজেলা হারভেস্টার মালিক সমিতির সদস্যবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের হারভেস্টার মালিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ বলেন, বর্তমান আমন মৌসুমে প্রাকৃতিক দূর্যোগের সম্ভাবনা নেই। নবীগঞ্জ উপজেলায় আমন ধান কাটার জন্য পর্যাপ্ত পরিমাণ শ্রমিক ও হারভেস্টার মেশিন রয়েছে। এমতাবস্থায় ধান কাটার জন্য নবীগঞ্জ উপজেলার বাহির থেকে কোন হারভেস্টার আনার প্রয়োজন নেই। অন্যন্য উপজেলা থেকে নবীগঞ্জে হারভেস্টার না আনার জন্য উপজেলা কৃষি অফিস ও উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ করা হয় এবং অন্যন্য উপজেলা থেকে নবীগঞ্জে হারভেস্টার না পাঠানোর জন্য অন্যন্য উপজেলার মালিকদের আহ্বান করা হয়।