মাধবপুর প্রতিনিধি ॥ এএসপি পদে সদ্য নিয়োগপ্রাপ্ত মাধবপুর উপজেলা সুরমা গ্রামের আশাফুজ্জামান আশিকের বাড়ীতে গত রবিবার গভীর রাতে এক ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা ৮ ভড়ি স্বর্ণালঙ্কার সহ নগদ ১ লাখ ৭২ হাজার টাকা নিয়ে গেছে। এএসপির বাবা মুক্তিযোদ্ধা সফিকুল আলম আরজু মাষ্টার ডাকাতের দাড়ালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন।
আরজু মাষ্টার জানান, রাত পৌণে ২ টার দিকে দরজায় শব্দ হলে তিনি দরজা খুলতেই হাফ প্যান্ট পড়া ও মুখে কাপড় বাধা ডাকাতরা ঘরে প্রবেশ করে তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি রক্তাক্ত আহত হন। এ সময় ডাকাতরা আলমিরার চাবি ছিনিয়ে নিয়ে ৮ ভড়ি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ ৭২ হাজার টাকা এবং ২টি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। তিনি জানান, ১০/১২ জনের ডাকাত দলের সবাই ছিল হাফ প্যান্ট পড়া এবং মুখে কাপড় বাধা হাতে ছিল দেশীয় অস্ত্র। এ সময় তার স্ত্রী ছাড়া অন্য কেহ বাড়ীতে ছিলেন না। ডাকাতরা তার স্ত্রীকেও প্রহার করেছে। তার বড় ছেলে আশাফুজ্জামান আশিক সদ্য এএসপি পদে যোগদান করে প্রশিক্ষনে রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।