নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদের নেতৃত্বে কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ ৩ দিনের অবরোধ কর্মসূচী সফল করতে গতকাল বৃহস্পতিবার ৩য় দিনে সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত অবরোধ পালন করেছে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা যুবদলের সদ্য সাবেক সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ, পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান বাবু, যুগ্ম আহবায়ক রাকিব আহমেদ, যুবদলের সদস্য কপিল আহমেদ, সুমন মিয়া, যুবদল নেতা মাহবুব আবেদীন মোহন, রুবেল আহমেদ, মোঃ সেলু মিয়া, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাবেদ মিয়া, মোঃ আলাল মিয়া, নাঈম আহমেদ, তায়েফ আহমেদ, জুয়েল মিয়া, সানি আহমেদ, রাজু মিয়া, সজল মিয়া, এনামুল হক, তোফাজ্জল হোসেন, তামিম হোসেন, মাজিদুর রহমান, সাদ্দাম মিয়া, রকিবুল হাসান, জিল্লুর রহমান প্রমুখ।
এসময় নেতাকর্মীরা কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার টানা ৩ বারের নির্বাচিত পদত্যাকারী সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ এর নিঃশর্ত মুক্তির দাবীতে শ্লোগান দেন এবং জেলা যুবদলের সদস্য সচিব কাউন্সিলর শফিকুর রহমান সিতুকে প্রধান আসামী করে গায়েবী মামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ করেন।