স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কারাবন্দি এবং প্যানেল আইনজীবীদের অংশগ্রহণে সরকারি খরচে আইনি সহায়তা বিষয় সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সম্পা জাহান। বিনা বিচারে আটক কিংবা অস্বচ্ছল কারাবন্দিদের আইনি সহায়তা প্রদানে জেলা লিগ্যাল এইড অফিস কাজ করছে। কারা কর্তৃপক্ষ এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সরকারি খরচে আইনি সহায়তা অসহায় দরিদ্র বিচার প্রার্থী মানুষের সাংবিধানিক অধিকার। গতকাল বৃহস্পতিবার বিকালে জেলা কারাগারে লিগ্যাল এইড অফিস কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন- জেল সুপার মোঃ মতিয়া রহমান। সঞ্চালনায় ছিলেন জেলার মোঃ মাসুদুর রহমান জুয়েলসহ প্যানেল আইনজীবীবৃন্দ।