স্টাফ রিপোর্টার ॥ বিএনপি ঘোষিত অবরোধ কর্মসূচির প্রথম দিনে হবিগঞ্জে যানবাহন চলাচলসহ জনজীবন ছিল স্বাভাবিক। কোথাও অবরোধের দৃশ্য দেখা যায়নি; তবে প্রতিটি পয়েন্টে শান্তি সমাবেশ পালন করেছে আওয়ামী লীগ। জেলা শহরের বিভিন্ন পয়েন্টে সন্ত্রাস বিরোধী মিছিল এবং পথসভা করার পাশাপাশি জনগণের চলাচল স্বাভাবিক রাখার উদ্দেশ্যে নেতাকর্মীরা দিনভর ১০টি পয়েন্টে অবস্থান করেন।
এদিকে, দুপুরে একটি বিক্ষোভ মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে বেবিস্ট্যান্ড মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, বিএনপির এই রক্তপাতের আন্দোলন জনগণ প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে বিশ্বাস করে। তারা আরও বলেন, হবিগঞ্জের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিতে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি’র নির্দেশনায় সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী মাঠে রয়েছে। হবিগঞ্জে বিএনপি-জামায়াতকে কোনভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড করার সুযোগ দেওয়া হবে না।
পথসভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল। এছাড়াও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।