মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ “সেবাই পুলিশের ধর্ম, পুলিশ জনগণের বন্ধু”। কথাগুলো সবার কাছে অনেক সুন্দর মনে হলেও সুন্দর এ কথা গুলোর সাথে বেশির ভাগ ক্ষেত্রে বাস্তবতার গরমিল দেখা যায়। বিশেষ করে সাধারণ মানুষের সাথে ভাল ব্যবহার করা হয় না। পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ প্রায়শ শোনা যেত। সময়ের সাথে সাথে প্রতিনিয়ত যেন পরিবর্তন আসছে পুলিশের মধ্যে। পুলিশের প্রতি সাধারণ মানুষের পূর্বের সকল ধ্যান ধারণা ও চিন্তা চেতনাকে বদলে দিতে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছেন বানিয়াচং থানার নবাগত ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইন। পুলিশি সেবা সাধারণ মানুষের কাছে পৌছে দিতে ইতোমধ্যে তিনি বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। যার মধ্যে সাধারণ মানুষের প্রতি পুলিশের ভাল আচরণ এবং থানায় আসা সব শ্রেণির মানুষের জন্য সঠিক সেবা প্রদান। এর ফলে থানায় কর্মরত সব পুলিশের মধ্যে সাধারণ মানুষের প্রতি ভাল ব্যবহার করার মানসিকতার সৃষ্টি হয়েছে। পুলিশের কাছ থেকে এমন ব্যবহার, আচার-আচারণ ও সেবা পেয়ে সেবা প্রত্যাশীরাও বেশ উৎফুল্ল। প্রতিদিনই কোননা কোনভাবে নিষ্পপ্তি করে দেয়া হচ্ছে বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ছোটখাট অনেক বিষয়াদি। এরই ধারাবাহিকতায় মামলা না নিয়ে কুশিয়ারতলা গ্রামবাসীর দীর্ঘদিনের বিরোধ সমাধানের উদ্যোগে নিলেন বানিয়াচং থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
এ খবরে কুশিয়ারতলা গ্রামবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের কুশিয়ারতলা গ্রামে দীর্ঘদিন ধরে আজমান মেম্বার ও কাছম উল্বা গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। এসব তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে গ্রামে ২টি হত্যাকান্ডের মত জঘন্য ঘটনা ঘটেছে। গ্রাম্য দাঙ্গায় প্রাণ হারায় কুশিয়ারতলা গ্রামের মৃত ধলাই মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৫২) এবং একই গ্রামের ইফসুফ মিয়া (৬৫)। এসব গ্রাম্য দাঙ্গায় বহু লোক হতাহত হয়েছে এবং অনেক লোক পঙ্গুত্ব বরণ করেছে। এতে করে বহু পরিবার তাদের উপার্জন ক্ষমতা হারিয়েছে। এ হত্যাকান্ডগুলো ঘটার পর এ গ্রামের বিরোধ আরো চরম আকার ধারণ করে। একে অপরের বাড়ী ঘর লুটপাটসহ ভেঙ্গে ফেলা হয় অনেকের পাকা বাড়ীঘর। সভ্য জগতে এ যেন এক অন্ধকার যুগের পথচলা। এসব বিষয়কে কেন্দ্র করে আজমান মেম্বার ও কাছম উল্বা গংদের মধ্যে একাধিক মামলা চলমান রয়েছে। উভয় পক্ষের বেশ কয়েকজন লোক এসকল মামলায় এখনও জেল হাজতে আছেন। শুধু মামলা মোকাদ্দমায় সীমাবদ্ধ থাকেনি এদের বিরোধ। এসব বিরোধকে কেন্দ্র করে ওই এলাকায় ২টি মসজিদ ও ২টি কবরস্থান পর্যন্ত তৈরী করা হয়েছে। এক পক্ষ আরেক পক্ষের মসজিদে নামাজ পড়ত না। শুধু কি তাই চলাচলের ক্ষেত্রেও ছিল দুপক্ষের আলাদা আলাদা যানবাহন। একপক্ষ একটি সিএনজি অটোরিক্সাতে উঠলে আরেক পক্ষের লোকজন ওই গাড়ীতে উঠত না। কুশিয়ারতলা এলাকায় একটি সরকারী জলাশয় রয়েছে। দুপক্ষ বিরোধের আগে সেই জলাশয় দুপক্ষের লোকজনের দখলে ছিল। তখন এটা নিয়ে কোন সমস্যা তৈরী হয়নি। সম্প্রতি ওই সরকারী জলাশয়টি একটি পক্ষ নিজেদের দাবী করে এতে মাছ ধরতে যায়। এ বিষয়টি নিয়ে অপর পক্ষের লোকজন থানায় মামলা করতে আসেন। এসময় ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইন তাদের বিরোধের ইতিবৃত্ত তাদের কাছ থেকে শুনে দীর্ঘদিনের বিরোধটি মীমাংশা করে দেয়ার প্রস্তাব করলে উভয়পক্ষের লোকজন এতে সম্মতি প্রকাশ করেন। আগামী কয়েক দিনের মধ্যেই দুপক্ষের লোকজনদের নিয়ে বসে বিষয়গুলো সমাধান করা হবে বলে জানিয়েছেন কুশিয়ারতলা গ্রামের লোকজন। এ সময় তারা বলেন ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইন মহোদয়ের মহতি উদ্যোগে কুশিয়ারতলা গ্রামের লোকজন অন্ধকার থেকে আলোতে ফিরে আসবে। দূর হবে দীর্ঘদিনের জমে থাকা মনের কালিমা। এ প্রসঙ্গে ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইন জানান, কুশিয়ারতলা গ্রামবাসীর কাছ থেকে তাদের বক্তব্যগুলো শুনার পর উভয়পক্ষের লোকজনদের এসব বিরোধের ক্ষতিকারক দিকগুলো ওদের সামনে তুলে ধরলাম। তারা সবাই বিষয়গুলো বুঝতে পেরেছে এবং উভয়পক্ষই সমাধানে সম্মত হয়েছে। আশাকরি গ্রামবাসীর দীর্ঘদিনের বিরোধটি সমাধান হলে গ্রামের মধ্যে একটি শান্তির পরিবেশ বিরাজ করবে। তিনি আরো বলেন, পুলিশ এখন সেবার মানসিকতা নিয়ে কাজ করছে। কারও কথা শুনে কিংবা দূর থেকে পুলিশের সমালোচনা করা ঠিক নয়। পুলিশের কাছে গিয়ে দেখতে হবে পুলিশ কতটা জনবান্ধব। সেবা প্রসঙ্গে তিনি বলেন, থানা সাধারণ মানুষের জন্য। থানা পুলিশের প থেকে নাগরিক সেবা দিতে পুলিশ সদা তৎপর রয়েছে।