স্টাফ রিপোর্টার ॥ আজ সকাল ১০টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিএনপি ও জামায়াত অবরোধ ঘোষণা করা হয়েছে। এদিকে এ অবরোধকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে হবিগঞ্জ শহরে সকল প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ।
ইতোমধ্যে সাজোয়া যান আনা হয়েছে থানায়। তবে সাধারণ মানুষ মনে করছেন একদিনের হরতালের প্রভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। তার ওপর অবরোধের কারণে ব্যবসায়ীরা আরও সিণ্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে দিবে বলে আশংকা করা হচ্ছে।