নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামে গত রবিবার সংঘর্ষের ঘটনায় ফিকল বিদ্ধ আজিজুর রহমান (৪৫) এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন।
আহিত আজিজুর রহমান জানান, পূর্ব বিরোধের জের ধরে চলা ওই সংঘর্ষে প্রতিপক্ষের লোকজন আহত আজিজুর রহমানের বাড়ীতে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি ফিকলবিদ্ধ এবং তার মেয়ে হাসনা বেগম (২০) ও পুত্রবধূ রনি বেগম (১৮) আহত হন। আহত ৩ জনকেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তার ২ ছেলে হাফিজুর রহমান (২২), হাবিবুর রহমান (২০) ওই হামলায় মারাত্মক আহত হন। আহতরা তাদের উপর হামলার জন্য একই গ্রামের তাজিম উল্লা, শাজাহান লন্ডনী, বজলু মিয়া গংকে দায়ি করেছেন। এদিকে হাফিজুর রহমান অভিযোগ করেন, উল্লেখিত লোকজন সংঘর্ষের ২ দিন পূর্বে তাদের উপর হামলা চালালে তিনি ও তার পিতা আজিজুর রহমান আহত হয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তার পিতার মাথায় ১০টি এবং তার মাথায় ২টি সেলাই রয়েছে। চিকিৎসা শেষে বাড়ী ফেরার পর গত রবিবার তাদের উপর উল্লেখিতরা আবারও হামলা চালায়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আজিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।