বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ গ্রেফতার খাদ্য সামগ্রী বিতরণকালে জিকে গউছ ॥ আওয়ামীলীগ সীমালঙ্গন করেছিল বলেই চরম ভরাডুবি হয়েছে ॥ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সরেজমিন তদন্ত না করেই আদালতে প্রতিবেদন ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা ফেরত না দিয়ে এক ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ লাখাইয়ে পুলিশ অভিযানে গাঁজাসহ ৩ আসামী গ্রেপ্তার কারাগারে থেকেও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আসামী হলেন ব্যবসায়ী আরেফিন রিয়াদ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত চা-বাগানে দুর্দিন ॥ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে মিরপুর সড়কে টমটম উল্টে শিশু নিহত সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৭তম প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্টিত চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক

শায়েস্তাগঞ্জের বেহাল সড়কের দায়িত্ব নিল ওলিপুরে সু-প্রতিষ্ঠিত প্রাণ-আরএফএল গ্রুপ

  • আপডেট টাইম রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১১২ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জের অলিপুরে প্রাণ-আরএফএল গ্রুপ হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের পর থেকেই ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার আরএফএল গ্রুপ অলিপুর-শৈলজুড়া-শেরপুর সড়ক বর্ধিত করনের কাজ শুরু করেছে।
এলজিইডির নির্মিত সড়কটির বর্তমান প্রসস্থতা ১৪ ফিট। এতে এই সড়কে চলাচল করতে কষ্ট হচ্ছিল ৫ টি গ্রামের হাজার হাজার লোকের। অল্প বৃষ্টিতেই পানি জমে সড়কটিতে। এছাড়াও দীর্ঘদিন সংস্কার না করায় বড় বড় গর্ত হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। ওই এলাকায় বসবাসকারী লোকজনের দূর্ভোগ লাগবে আরএফএল গ্রুপ সড়কটি বর্ধিত করে নতুন সড়ক নির্মাণ করার পরিকল্পনা হাতে নেয়।
এরই অংশ হিসেবে সড়কটির উভয় পাশে ৮ ফিট করে ১৬ ফিট জায়গা ক্রয় করেছে আরএফএল। এলজিইডির ১৪ফিটের সড়ক এখন ৩০ফিট। বর্ধিত করনের পাশাপাশি সড়কের উভয় পাশে স্ট্রিট লাইট, ড্রেন ও ওয়াকওয়ে নির্মান করা হবে। এছাড়াও নান্দনিক গোলচত্তরের নির্মানেরও পরিকল্পনা রয়েছে আরএফএল গ্রুপের। সড়ক বর্ধিত করন কাজের প্রথম অংশে দেড় কোটি টাকার জমি কিনা হয়েছে। এছাড়া সংস্কার কাজের জন্য আরো দেড় কোটি টাকা বরাদ্ধ করেছে আরএফএল গ্রুপ।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) শেখ দিলকুশা মিয়া বলেন, আমাদের এলাকায় প্রাণ-আরএফএল এর মতো কোম্পানী গুলি ফ্যাক্টরি করাতে এলাকার মানুষের কর্মস্থানের পাশাপাশি আমাদের জীবন যাত্রার মান উন্নত হয়েছে। আমাদের জায়গা জমির দাম বাড়ছে প্রতিনিয়ত। আরএফএল নিজস্ব অর্থায়নে সড়কটি বড় করছে এতে করেএলাকার মানুষের দূর্ভোগ কমবে।
এ বিষয়ে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের আরএফএল এর জেনারেল ম্যানেজার লেফটেনেন্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার শেখ জালাল বলেন, আমাদের ফ্যাক্টরির পাশ দিয়ে যাওয়া এ সড়কটি খুব সরু, এ ছাড়া প্রাণ-আরএফএল স্কুলে বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা আসেন এই সড়ক দিয়ে। সড়কের বেহাল দসার কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতে কষ্ট হয়। সড়কটি বর্ধিত করণ, সংস্কার ও পানি নিষ্কাশনসহ লাইটের ব্যবস্থা করার পরিকল্পনা হাতে নেয় হয়। আমাদের চেয়ারম্যান ও এমডি স্যারের পরামর্শে ইতিমধ্যে সড়কটি বর্ধিত করনে প্রায় দেড় কোটি টাকা দিয়ে জমি কিনা হয়েছে। সড়ক সংস্কার করার জন্য আরো দেড় কোটি টাকা বরাদ্ধ করেছি।
তিনি আরো জানান, আমাদের পরিকল্পনা অনুযায়ী ১৪ ফিটের সড়ক ৩০ ফুটে উন্নতি করনসহ একটি নান্দনিক সড়ক হবে। বর্ধিত করনের পাশাপাশি সড়কের উভয় পাশে স্ট্রিট লাইট, ড্রেন ও ওয়াকওয়ে নির্মান করা হবে। এছাড়াও নান্দনিক গোলচত্তরের নির্মানেরও পরিকল্পনা রয়েছে আমাদের।
এ ব্যাপারে ব্রাহ্মনডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া বলেন, আমার ইউনিয়নের ভিতরে এই বৃহৎ শিল্প প্রতিষ্ঠানটি হওয়াতে আমার অনেক রকম ভালো ভালো কাজের সাথে যুক্ত হওয়ার সুযোগ হয়েছে। এরই ধারাবাহিকতায় আরএফএল গ্রুপ পক্ষ থেকে এই রাস্তাটি মেরামত, বর্ধিতকরণ, সড়ক বাতি এবং জনগণের চলাচলের জন্য ফুটপাতের রাস্তা সহ সকল রকম কার্যক্রমে আমি শুরু থেকেই তাদেরকে উৎসাহ দিয়ে আসছি মানসিক ও শারীরিকভাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com