স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ভারতীয় বিপুল পরিমান গাঁজা চালানসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হল- উপজেলার গাজিপুর ইউনিয়নের গনকীরপাড় এলাকার মৃত আ: রাজ্জাকের পুত্র মোঃ আঃ খালেক (৪০) ও একই এলাকার সিএনজি চালক মৃত হাছান আলীর পুত্র মো. কাউছার মিয়া (২৬)। আটককৃতদের কাছ থেকে বিশেষ কায়দায় শুকনা পাতার গুঁড়ার মধ্যে লোকায়িত পলিথিনে কস্টেপ দিয়ে মোড়ানো ৭৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। চুনারুঘাট থানার (ওসি) রাশেদুল হক জানান, শুক্রবার দুপুরে আটককৃত আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর পুর্বে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের থানায় মামলা হয়। ওসি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্তবর্তী এলাকা দিয়ে গাঁজা এনেছিল চক্রটি। পরে বাহক দিয়ে নানা কৌশলে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়ার পরিকল্পনা ছিল তাদের। যদিও পৌরসভা এলাকার হাতুন্ডা কলেজ রোড এলাকায় বৃহস্পতিবার রাতে চেকপোস্ট বসিয়ে সিএনজিসহ চালকসহ দুজনকে আটক করে উল্লেখিত পরিমান গাজা উদ্ধার করা হয়। ওসি বলেন, পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।