স্টাফ রিপোর্টার ॥ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি স্টুডেন্টস আ্যাসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষার) নয়া কমিঠি গঠন করা হয়েছে। গত ২৫ অক্টোবর হবিগঞ্জ পৌর টাউন হলে সংগঠনটির সাবেক সভাপতি সুকেশ দেবনাথের সভাপত্বিতে ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মাহফুজুর রহমান, কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ফয়সাল আহমেদ সোহান, ঊষার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সভাপতি সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ সাগর, সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহ্ সৈয়দ আল হাসান সাইদ ও সাবেক সহ-সভাপতি নাদিরুজ্জামান। এ সময় সংগঠনটির গতিশীলতা বাড়াতে ২০২৩-২০২৪ কার্যবর্ষের আংশিক কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির নয়া সভাপতি হিসেবে চট্রগ্রাম প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইলেক্টিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসিম তালুকদারকে সভাপতি ও বাংলাদেশ ট্রেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাকিব হাসান আকিবকে নয়া কমিঠির সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এ সময় উক্ত সংগঠনের সাবেক সভাপতি সুকেশ দেবনাথ বলেন, প্রতিষ্ঠার পর থেকে নানান প্রতিকূলতার মধ্যে ঊষা। অল্প সময়ে ঊষার সদস্যরা হবিগঞ্জ শিক্ষা বিস্তারে নানামুখি কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ বলেন, ২০১১ সালে ইউনিভার্সিটি আ্যাসোসিয়েশন ঊষা গঠিত হওয়ার পর থেকে হবিগঞ্জ জেলা থেকে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সব ধরণের সহযোগিতা করে আসছে এছাড়াও এ সময়ে আরো বক্তব্য রাখেন, ঊষার সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহ সৈয়দ আল হাসান সাঈদসহ প্রমূখ।