নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের প্রাক্তণ চেয়ারম্যান মোঃ আনোয়ার মিয়ার ছোট ভাই ও নবীগঞ্জ ডিগ্রি কলেজ শাখা জাতীয় ছাত্রসমাজের সভাপতি নিয়ামুল করিম অপুর চাচা বাগাউড়া গ্রামের বিশিষ্ট ব্যক্তি আছাবুর রহমান (৭৫) আর নেই (ইন্নালিল্লাহি..রাজিউন)। তিনি গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ীতে ইন্তেকাল। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা গতকাল সোমবার দুপুর ২টায় নিজ গ্রামের ঈদগাহ মাঠে অনুষ্টিত শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উক্ত জানাযার নামাজে রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, যুগ্ম সদস্য সচিব এমরান মিয়া, সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ, উপজেলা যুবসংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সহ-সভাপতি অলিদুর রহমান অলিদ, যুগ্ম সম্পাদক নাসির চৌধুরী, মুজাহিদুল ইসলাম শাহিন, প্রচার সম্পাদক আহমদ রেজা, সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ আহমদ ফুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ মতিন চৌধুরী, চৌধুরী এম এম স্বপন প্রমুখ।