স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ২৮ অক্টোবরকে ঘিরে নাশকতা এড়াতে মোটর সাইকেলের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে সদর থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশ শহরের বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে রেজিস্ট্রেশনবিহীন ৩টি মোটর সাইকেল আটক করেন।
জানা যায়, হবিগঞ্জ শহরে ৫ শতাধিক চোরাই ও অবৈধ মোটর সাইকেল রয়েছে। তারা প্রভাব খাটিয়ে এসব মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে। পুলিশ মনে করে রেজিস্ট্রেশন ছাড়া কোনো মোটর সাইকেলে করে কেউ নাশকতা করে তাদের ধরা সম্ভব নয়। এসআই ওমর ফারুক জানান, যতটা মোটর সাইকেল আটক করা হবে চোরাই বা অবৈধ হলে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না। তবে রেজিস্ট্রেশন করে এলে দেয়া হবে। অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি।