সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত ॥ দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জ-বানিয়াচং সড়কে দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত খান বাহাদুর আহছান উল্লাহ (রঃ) এর জন্ম বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ আহছানিয়া মিশনে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামন থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার অলিউল্লাহ নোমানের বোন জামাইয়ের দাফন সম্পন্ন শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতসহ গ্রেফতার ৫ ॥ মোটর সাইকেলসহ সরঞ্জাম জব্দ চারণ সাংবাদিক খেলুর ৮ম মৃত্যুবার্ষিকী আজ মাধবপুরে দ্বিতীয় স্ত্রীকে এসিড নিক্ষেপ করার অভিযোগে ঢাকা থেকে স্বামী কুদ্দুস গ্রেফতার চুনারুঘাটে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ ॥ একই পরিবারে বৃদ্ধসহ ৭ জনকে কুপিয়ে জখম বানিয়াচংয়ে পুলিশ সুপার রেজাউল হক খান ॥ একজন খেলোয়ার তার দেশকে উন্নত করতে পারে

মাধবপুরে কাঠের ঝুকিপূর্ণ সেতুতে শত বছর পাড়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৪১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগানে ঝুকিপূর্ণ একটি কাঠের সেতু দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করছে। সেতুটি ভেঙ্গে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। নড়বড়ে কাঠের সেতুটি কিছুদিন পর পরেই শ্রমিকরা জোড়া তালি দিয়ে কোন রকম স্বচ্ছল রেখেছে। সেতুটি পাকা না হওয়ায় চাবাগানে উৎপাদিত চা সরাসরি পরিবহন করা সম্ভব হচ্ছেনা। সেতুটি নির্মাণের জন্য বাগান বাসিরা কয়েক বছর ধরে দাবি করে আসলেও সেতুটি পাকাকরন হয়নি। রাজনৈতিক নেতারা নির্বাচন এলেই সেতু পাকা করতে শ্রমিকদের প্রতিশ্রুতি দেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
জগদীশপুর ইউপি সদস্য ও চা বাগান শ্রমিক সন্তোষ মুন্ডা জানান, কাঠের এই সেতু দিয়ে যুগ যুগ ধরে চাবাগানের লোকজন সহ হাজার হাজার মানুষ এ সেতু দিয়ে চলাচল করছে। সেতুটি পাকা করতে আমরা বিমান প্রতিমন্ত্রীর নিকট একাধিকবার দাবি করেছি। বিমান মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন সেতুটি অচিরেই পাকা হয়ে যাবে। কিন্তু এখনও বাস্তবায়নের কোন লক্ষন নেই। কাঠের সেতু দিয়ে চাবাগানের কোন মালামাল পরিবহন করা সম্ভব হচ্ছেনা। সেতুটি এখন খুবই ঝুকিপূর্ন লোকজন উঠলেই নড়াচড়া করে। যে কোন সময় সেতুটি ভেঙ্গে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
বাগান সভাপতি নরেশ কৈরি জানান, সরকার দেশের অনেক উন্নয়ন কওে যাচ্ছে। কিন্তু আমাদের র্দুভাগ্য কাঠের সেতুটি যুগ যুগ ধরে পাকা করা হচ্ছেনা। এ নিয়ে সাধারন শ্রমিকদের মধ্যে অনেক ক্ষোভ রয়েছে। সরকার কম গুরুত্বপূর্ন জায়গায় সেতু করে কিন্তু আমাদেরটি করা হয়নি।
বাগানের নিজস্ব অর্থায়নে ৩০ বছর আগে তৈরি করা হয়। বৃষ্টিতে ভিজে কাঠ পচে আবার নষ্ট হয়ে যায়। জোড়াতালি দিয়ে সেতুটি এভাবে টিকে রয়েছে। ভাঙ্গা সেতুর কারনে চাবাগানের মালামাল সরাসরি কারখানায় নেওয়া সম্ভব হয়না। এছাড়া বাগানে উদপাদিত চাপাতা বাগান থেকে সরাসরি পরিবহন করা যাচ্ছেনা। সেতুটি পাকা করা হলে জগদীশপুর, লেবামারা, রসুলপুর গ্রামের লোকজন সহজেই চলাচল করতে পারত।
চাবাগানের ব্যবস্থাপক ফকিক লিমন আহমেদ জানান- সরকার মাধবপুরে অনেক সেতু, রাস্তা পাকা করে যোগাযোগব্যবস্থা অনেক উন্নত করেছে কিন্তু অতি গুরুত্বপূর্ন কাঠের সেতুটি পাকা করলে চাবাগানের শিল্প বিকাশ এবং জনগনের অনেক উপকার হতো। মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন জানান, সেতুটি খুবই জন গুরুত্বপূর্ন। এটি নির্মাণের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। কিন্তু এটি এখনো টেন্ডারে যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com