নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের কাজির বাজারে গতকাল সোমবার বিকেল বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে স্থানীয় সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরীকে গণ-সংবর্ধনা দেয়া হয়েছে। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম আহমদ ও ছাত্রলীগ নেতা খালেদ মুশারফ সুমনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, স্থানীয় চেয়ারম্যান মেহের আলী মহালদার, সাবেক চেয়ারম্যান আশিক মিয়া, উপজেলা জাপার সাবেক সহ-সভাপতি হাজী জমশেদ আলী, পৌর কাউন্সিলর রিজভী আহমদ খালেদ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ মেম্বার, জাতীয় পার্টির সভাপতি আলিফ উদ্দিন মেম্বার, মোঃ সিরাজ উদ্দিন, সহ-সভাপতি হাজী আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, জাপানেতা শাহিন আহমদ ছাও মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী মতিউর রহমান, নবীগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, বাহুবল উপজেলা যুবসংহতির আহবায়ক মাসুক মিয়া, সাধারণ সম্পাদক নুরুল আমীন পাঠান (ফুল মিয়া), যুগ্ম সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আব্দুল আজাদ মেম্বার, কেন্দ্রীয় ছাত্রসমাজের সদস্য চৌধুরী এম এম স্বপন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আনোয়ার মিয়া মেম্বার, নবীগঞ্জ ডিগ্রি কলেজ শাখা জাতীয় ছাত্রসমাজের সভাপতি নিয়ামুল করিম অপু, যুবনেতা আহমদ রেজা, ফরহাদ আহমদ ফুল, রবিউল ইসলাম, আবু সালেক, আজমল হোসেন, সইবুর রহমান, বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আব্দুল আজিম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, কোষাধ্যক্ষ সুলেমান মিয়া প্রমুখ।