মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ কুশিয়ারা নদীতে বালু মহাল নিয়ে চলছে হরিলুট মতবিনিময় সভায় জেলা প্রশাসক তারুন্যের শক্তিতে বলিয়ান হলে এদেশে টেকসই মুক্তি আসবে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলা ॥ ১ বছরে স্বাক্ষী দিয়েছেন ১ জন পইলে খাদ্য সামগ্রী বিতরণকালে জি কে গউছ ॥ রাজনীতি করব নিজের বাড়িতে থেকে পালিয়ে অন্য দেশে যেতে চাই না নবীগঞ্জের কালাভরপুরে হামলায় আহত হাদীর অবস্থা সংকটাপন্ন নবীগঞ্জে স্বামীর বাড়িতে যৌতুকের জন্য নির্যাতনের স্বীকার কেয়া রানী তদন্তে পুলিশের পক্ষপাতের অভিযোগ নবীগঞ্জে নটিংহাম বিএনপির উদ্যোগে শেখ সুজাত মিয়ার শীতবস্ত্র বিতরণ আজ পবিত্র শবে মেরাজ নবীগঞ্জে ৯৬ ব্যাচ বন্ধু সেলিমকে দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা কালনী গ্রামে প্রবাসী দিপু হত্যা ॥ ৬ আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গের হোসেনপুরে আদালতের আদেশ অমান্য করে প্রাক্তন শিক্ষকের ভূমি দখল

  • আপডেট টাইম বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের মুরাদপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে আদালতের আদেশ অমান্য করে প্রাক্তন স্কুল শিক্ষকের ভূমি দখলে নিয়েছে কতিপয় কিছু লোক। এ ঘটনাকে কেন্দ্র এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এতে যে কোন সময় অপ্রীতিকর ঘটনার আশংকা করছে এলাকাবাসী। মামলার বিরবণ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার বিথঙ্গল এলাকার জলিলপুর মৌজার এস,এ জেএল নং-১৪৭, এস.এ খতিয়ান নং-১৪, এস,এ দাগ নং-১৫২ মোট ৭০ শতক ভূমির ক্রয় সূত্রে প্রকৃত হুসেন পুর গ্রামের মরহুম মাঞ্জু মিয়ার ছেলে প্রাক্তন শিক্ষক মাওলানা মোঃ নূরুল ইসলাম। তিনি ৫০ বছর ধরে ওই ভূমিতে বিভিন্ন ফসলাদি চাষ করে আসছেন। ২০২০ সালের দিকে একই গ্রামের মরহুম উছমান মিয়ার ছেলে রাজা মিয়া গংরা ওই ভূমিটি দখলের চেষ্টা চালান। এ প্রেক্ষিতে নিজের ভূমি রক্ষার জন্য ২০২০ সালের ২ জানুয়ারি হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলার নং-১০/২০২০ (বানিঃ)। উক্ত মামলাটি বিজ্ঞ আদালতে আমলে নিয়ে নেয় এবং শুনানীর জন্য পরবর্তী তারিখ ধার্য্য করেন। যার মিস মামলার নং-০৬/২০২১ ইং (বানিঃ)। উক্ত মামলাটির দুই বছর তদন্ত ও স্বাক্ষর গ্রহন শেষে ২০২৩ সালের ২৭ ফের্রুয়ারি ভূমিটি নূরুল ইসলামের দখলে রয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল আদেশ প্রদান করেন। আদেশে উল্লেখ্য করা হয়, বাদী নূরুল ইসলাম শান্তিপূর্ণ ভাবে ভূমির ভোগ দখলে বিবাদী রাজা মিয়া গং বাধা প্রদান করেছেন। এ অবস্থায় শান্তি ভঙ্গের সম্ভাবনা বিদমান। এ অবস্থায় উক্ত ভূমিতে এমতাবস্থায় ১৪৪ ধারা মোতাবেক ওই ভূমিতে রাজা মিয়া গংদের অনুপ্রবেশে বারিত করা হয়। পরবর্তীতে এই আদেশের তথ্য গোপন করে ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি নূরুল ইসলাম গংদের বিরুদ্ধে একই আদালতে মামলা দায়ের করেন রাজা মিয়া। মামলার নং-১৪৯/২০২৩ ইং (বানিঃ)। আদালত ওই মামলাটির শুনানী শেষে গত ১২ অক্টোবর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল আদেশ প্রদান করেন। আদেশে নূরুল ইসলামকে বারিত করেন। পরবর্তীতে ১৭ অক্টোবর নূরুল ইসলাম আদালতে আরেকটি মামলা দায়ের করলে আদালত আগামী ৭ নভেম্বর একত্রে উভয় মামলার শুনানীর দিন ধার্য করেন। এ খবর পেয়ে রাজা মিয়া আদালতে আদেশের স্বাক্ষরবিহীন ফটোকপি হাতে নিয়ে নালিশি ভূমিতে বেআইনি ভাবে বাশ দিয়ে খুটি স্থাপন করেন। পরে এ বিষয়টি নূরুল ইসলাম মুরাদপুর ইউনিয়নের বিট অফিসার এসআই ফারুক আহমেদকে জানালে ফারুক আহমেদ ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান এবং রাজা মিয়াকে খুটিগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এ প্রেক্ষিতে রাজা মিয়া বাশের খুটিগুলো সরিয়ে নেয়। এ দিকে সর্বশেষ গতকাল সকালে রাজা মিয়া আবারও নালিশি ভূমিতে জোরপূর্বক বাশের খুটি স্থাপন করে দখলে নেন। এ ব্যাপারে ভূমির প্রকৃত মালিক ও দখলদার নূরুল ইসলাম জানান, উল্লেখিত ভূমিটি ৫০ বছর ধরে আমাদের দখলে রয়েছে। যেহেতু ভূমিটি নিয়ে মামলা মোকাদ্দমা চলছে আমি আদালতের আদেশ মেনে চলছি। আগামী ৭ নভেম্বর ভূমি উপর দায়েরকৃত মামলার ধার্য্য তারিখ ও শুনানীর দিন। এর আগে ভূমিতে কেউ যেতে পারবে না বলে আদালতে নির্দেশনা রয়েছে। এ ব্যাপারে মুরাদপুর ইউনিয়নের বিট অফিসার এসআই ফারুক আহমেদ জানান, ভূমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এ অবস্থায় ভূমিতে ১৪৪ ধারাজারী রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com