স্টাফ রিপোর্টার ॥ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং রক্তাক্ত ২১ আগস্ট স্মরনে আলোচনা সভার আয়োজন করে জেলা ছাত্রলীগ। গতকাল বিকেলে আওয়ামীলীগ কার্যালয়ে এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগ সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির। জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি আমিরুল ইসলাম আলম, ধ্র“ব জ্যোতি দাশ টিটো, যুগ্ম-সাধারন সম্পাদক ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, এস এম শামীম, সাংগঠনিক সম্পাদক মুকিদুল ইসরাম, সাব্বির আহমেদ রনি, সাইদুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান মুকুল, হাফিজুর ইসলাম, রাসেন্দ্র দাশ, সরকারী বৃন্দাবন কলেজ ছাত্রলীগ আহবায়ক বাদল মিয়া, যুগ্ম-আহবায়ক আফরোজ আহমেদ, কিবরিয়া রহমান, আজিজুল ইসলাম, হাবিবুর রহমান, হেলা উদ্দিন আফরোজ, হবিগঞ্জ পৌর ছাত্রলীগ সহ-সভাপতি শাহ জালাল উদ্দিন জুয়েল, যুগ্ম-সাধারন সম্পাদক জোবায়ের আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্ট যারা নির্মম হত্যাকান্ড চালায় তাদের প্রেতাত্মারা এখনও সক্রিয়। তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।