রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান

হবিগঞ্জে দূর্গা পূজা নির্বিঘ্ন করতে কাজ করেছে আনসার সদস্যরা

  • আপডেট টাইম বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দূর্গা পূজায় পূজা মন্ডপের নিরাত্তা রক্ষায় আনসারের সদস্যগণ প্রতিটি পূজামন্ডপে সার্বক্ষনিক নির্বিঘ্নে দায়িত্ব পালন করেছে। তারা পূজাকে নিরবিঘ্ন ও শান্তিপূর্ন করতে দিনরাত পূজার মন্ডপেই অবস্থান করেছে। এতে অনেকেই আনসার সদস্যগণকে সাধুবাদ জানিয়েছেন। কিন্তু তাদের জন্য ছিল না কোন থাকার স্থান বা খাবারের ব্যবস্থা। এ নিয়ে আনসার সদস্যগণ দুঃখ প্রকাশ করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলায় ৭৬টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। এতে হবিগঞ্জ জেলার আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট এর অধীনে বাছাইকৃত আনসার ভিডিপির ৩৫৬ সক্রিয় পুরুষ সদস্য ও ১৫২ জন মহিলা সদস্য নির্বিঘ্ন দায়িত্ব পালন করেছেন। তার মধ্যে সাধারণ ও গুরত্বপূর্ন মন্ডপে ৬ জন এবং অধিক গুরত্বপূর্ন মন্ডপে ৮ জন করে নিরাপত্তা জোরদারের জন্য প্রেরণ করা হয়। দায়িত্ব পালনকালীন সময় গত রবিবার রামকৃষ্ণ মিশন পূজা মন্ডপে দায়িত্বরত আনসার সদস্য মোঃ কাউসার আহমেদ সকাল ১০ টায় রফিক মিয়া (২৪) নামে এক মোবাইল ছিনতাইকারীকে আটক করে। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের হাতে সোপদ করা হয়। আটক ছিনতাইকারী নাছিরনগর থানার ধরমন্ডল গ্রামের আরজু মিয়ার পুত্র। এছাড়াও প্রতিটি পুজামন্ডপে সার্বক্ষনিক মনিটরিং করেছেন সার্কেল এ্যাডজুট্যান্ট শুভাশীষ চক্রবর্তী ও সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানজিন আহমেদ।
সরেজমিনে ঘুরে দেখা যায়, আনসার সদস্যগণ প্রতিটি পূজা মন্ডপে শতভাগ নিরাপত্তা বলয়ে কাজ করে যাচ্ছে। বিভিন্ন পূজামন্ডপ ঘুরে জিজ্ঞাসাবাদে আনসার সদস্যগণ বলেন, তারা রাত দিন পূজামন্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করে করেছেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে মন্ডপের পূজা কমিটি আনসারদেরকে থাকার মত জায়গা অথবা খাবারের কোন প্রকার ব্যবস্থা করেন নাই। তারা না খেয়ে রাত জেগে নিরাপত্তা দিতে হয়েছে। আনসারগণ স্থানীয় প্রশাসন ও পূজা উৎযাপন কমিটির কাছে দাবী জানান আগামীতে যেন তাদের থাকা এবং খাবারের ব্যবস্থা করা হয়। এ বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টির দাবী জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com