স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের মা-মনি হাসপাতালের সামনে হাঁস ও মুরগি বোঝাই পিকআপ উল্টে চালকসহ ২ জন আহত হয়েছে। এতে অনেক হাঁস-মুরগি মারা গেছে। গত সোমবার বিকালে ঢাকাগামী (ঢাকা মেট্রে-ন-১৩-৪০৯৬) উল্লেখিত স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তারা আহত হয়। এ সময় ৩০ মিনিটের মতো সড়ক চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ গিয়ে ট্রাক উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।