শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

নবীগঞ্জে জাতীয় পার্টির উপজেলা দিবস পালিত ॥ রওশন এরশাদের নেতৃত্বে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান বক্তাদের

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল ২৩ অক্টোবর ঐতিহাসিক উপজেলা দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি কর্তৃক “পল্লীবন্ধু এরশাদ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত উপজেলা থেকে প্রাদেশিক সরকার প্রবর্তন শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নবীগঞ্জ শহরের নতুন বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ আবুল খায়েরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুরাদ আহমদ। নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু ইউসুফের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এম.এ. কাইয়ুম, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শহিদ চৌধুরী, ফতেহ আলম, মাজুল আহমদ মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী এনাম, জাতীয় পার্টি নেতা মর্তুজ আহমদ, আব্দুল গণি, কবির মিয়া, সফর আলী, মনর মিয়া, জাকির হোসেন, অদুদ মিয়া প্রমূখ। সভায় বক্তাগণ সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত উপজেলা পরিষদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নসহ বিভাগ ভিত্তিক প্রাদেশিক সরকার চালু করণের জোর দাবী জানান সরকারের প্রতি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি সম্মেলন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বেগম রওশন এরশাদ এমপি এবং সদস্য সচিব গোলাম মসীহ’র নেতৃত্বে হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলার ন্যায় নবীগঞ্জ-বাহুবল উপজেলার তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো সুসংগঠিত করার আহবান জানান।
বক্তারা আরো বলেন, জাতীয় পার্টির নেতৃত্ব একমাত্র এরশাদ পরিবারের কাছেই নিরাপদ। তাই সকল নেতাকর্মীদের একযোগে বেগম রওশন এরশাদ ও শাদ এরশাদ এমপির নেতৃত্বে জাতীয় পার্টিকে সামনের এগিয়ে নিতে হবে। অনুষ্ঠিত আলোচনা সভায় দলের নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ১, নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকায় ডাঃ শাহ আবুল খায়েরকে দলের মনোনয়ন দেয়ার দাবী জানান।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com