স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ্ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম। গতকাল সোমবার বিকাল ৫টায় শহরের কালিবাড়ী পূজামণ্ডপ ও রামকৃষ্ণ মণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন।
তার সাথে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার সামছুল হক, খলিলুর রহমান, সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, ডিবির ওসি নুর হোসেন মামুন, এসআই মমিনুল ইসলাম পিপিএম, ওমর ফারুক প্রমূখ। পরে পূজা মণ্ডপ কমিটির হাতে উপহার সামগ্রী প্রদান করেন ডিআইজি। তিনি বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজা মণ্ডপে পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এরপরও যদি কোনো ঘটনা ঘটে তাহলে কন্ট্রোল রোমকে জানানোর কথা বলেন তিনি।