স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস আলোচনা সভার মাধ্যমে পালন করা হয়েছে। গতকাল ২৩ অক্টোবর সোমবার বিকাল ৪ টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজল আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল করিম এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব জালাল উদ্দীন খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য,হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি পদপ্রার্থী প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি তাজ উদ্দিন বাবুল, জেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক এডভোকেট শিবলী খায়ের, জেলা জাতীয় পার্টিনেতা রইছ আলী মেম্বার, চান্দ আলী মেম্বার, আফরোজ তালুকদার, রুাষ্টার, রুস্তম আলী, সৈয়দ কিবরিয়া,আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল হক, মোল্লা মোঃ হেলাল, কামরুল ইসলাম,সোহেল রানা, দিলীপ বর্মণ, আব্দাল, আব্দুস সালাম প্রমুখ।