শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক লাখাই উপজেলার কাঠিহারা মেলা থেকে সরঞ্জামসহ ৪ জুয়ারী আটক বানিয়াচঙ্গে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব ॥ পলাতক স্বৈরাচারের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ফল ভালো হবে না জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শতবর্ষ উদযাপন ২২ ফেব্রুয়ারী ॥ জেলা প্রশাসকের সাথে শতবর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জে গাঁজাসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালী জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটি অনুমোদন চুনারুঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ॥ ২ লাখ টাকা লুট শায়েস্তাগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

নবীগঞ্জে পরোয়ানাভূক্ত আসামী ঘুরে বেড়াচ্ছে ॥ নিরাপত্তাহীনতায় বাদী

  • আপডেট টাইম সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে মারামারি মামলার পরোয়ানাভূক্ত আসামীরা ঘুরে বেড়াচ্ছে। মামলা দায়েরের দীর্ঘদিন পরও গ্রেফতার হচ্ছে না তারা। এ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে বাদি ও তার পরিবার। মামলা সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বানিউন গ্রামের মৃত আমীর উদ্দিনের পুত্র জুয়েল আহমেদ রুহেল ও জুবায়েল আহমেদের সাথে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল লতিবপুর গ্রামের মৃত সামছুদ্দিনের পুত্র ফরিদ আহমেদ, বানিউন গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র হাবিবুর রহমান, লতিবপুর গ্রামের মৃত তাজ উদ্দিনের পুত্র সইবুর রহমান ও হুসাইন আহমদের।
এ নিয়ে গত ১৮ আগস্ট বিকালে ইনাতগঞ্জ বাজারে ইংল্যাণ্ড প্রবাসী মুক্তার উদ্দিনের বাসায় সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে আসামি ফরিদ আহমদের সাথে জুবায়েল আহমদের বাকবিতণ্ডা হয়। এ সময় জুবায়েলকে প্রাণে হত্যার হুমকি প্রদর্শন করা হয়। ওই দিন রাত ৮টার দিকে জুবায়েল আহমেদ ইনাতগঞ্জ পূর্ব বাজারস্থ রানীগঞ্জ রোডে একটি দোকানে বাজার করতে গেলে উল্লেখিত আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে জুয়েল এগিয়ে গেলে তার ওপর হামলা চালানো হয়।
এ বিষয়ে জগন্নাথপুর থানায় উল্লেখিতদের বিরুদ্ধে ইনাতগঞ্জ বাজার ছড়া গ্রামের বাসিন্দা মৃত আরিফ উল্লার পুত্র রিপন আহমেদ মামলা দায়ের করেন। মামলাটি রুজুর পর আদালত থেকে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়। এই ওয়ারেন্ট নবীগঞ্জ থানায় প্রেরণ করা হয়। কিন্তু এখন পর্যন্ত আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে মামলার বাদি রিপন আহমেদ জানান, গ্রেফতারী পরোয়ানার পরও তাদের গ্রেফতার করছে না পুলিশ। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং মামলার ভবিষ্যত নিয়ে শংকিত হয়ে পড়েছেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com