শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক লাখাই উপজেলার কাঠিহারা মেলা থেকে সরঞ্জামসহ ৪ জুয়ারী আটক বানিয়াচঙ্গে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব ॥ পলাতক স্বৈরাচারের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ফল ভালো হবে না জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শতবর্ষ উদযাপন ২২ ফেব্রুয়ারী ॥ জেলা প্রশাসকের সাথে শতবর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জে গাঁজাসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালী জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটি অনুমোদন চুনারুঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ॥ ২ লাখ টাকা লুট শায়েস্তাগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

সকাল থেকে রাত পর্যন্ত পূজারীদের সঙ্গে এমপি আবু জাহির এর শুভেচ্ছা বিনিময়

  • আপডেট টাইম সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, করোনাভাইরাস মহামারী থেকে শুরু করে যে কোন দুর্যোগে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় একমাত্র শেখ হাসিনার কর্মীরাই। চলমান শারদীয় দুর্গোৎসব যেন সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত জননেত্রী শেখ হাসিনার কর্মীরা নিজেদের সকল সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থাকছেন।
তিনি গতকাল সকাল সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন। এ সময় স্বাধীনতা সংগ্রাম ও বিজয়ের ইতিহাসে বঙ্গবন্ধুর ভূমিকা তুলে ধরেন হবিগঞ্জ-৩ আসনের এই সংসদ সদস্য। তাঁর বক্তব্যে উঠে আসে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার ঘটনাটিও। সংসদ সদস্য বলেন, “বঙ্গবন্ধু না হলে এই দেশটাই হত না। এত পথ এগিয়ে এসেছে এই দেশে এইটা একমাত্র উনার কারণে সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু কন্যা দেশের মানুষের মধ্যে সম্প্রীতি এনে দিয়েছেন। এই ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকার সাথে থাকতে হবে।”
এমপি আবু জাহির গতকাল শুরুতেই লাখাই উপজেলার লাখাই ইউনিয়নের পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। রাত দশটায় সদর উপজেলার রিচি ও লোকড়া এবং এরপর জেলা শহরের বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এর আগেরদিনও তিনি সদর এবং শায়েস্তাগঞ্জ উপজেলার সকল মণ্ডপে গিয়ে কুশল বিনিময় করে আওয়ামী লীগ সার্বক্ষণিক পূজারীদের সাথে রয়েছে বলে আশ্বস্থ্য করেন।
গতকাল লাখাই উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, বুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ, বামৈ ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, উপজেলা যুবলীগের আহবায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকীল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণেশ গোস্বামী, সাধারণ সম্পাদক সম্পদ রায়সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com