স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ডিবি পুলিশের অভিযানে মাসুম মিয়া (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪ পিস বিদেশী হুইস্কি জব্দ করা হয়। গত ২০ অক্টোবর রাতে ডিবির এসআই রিয়াজ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বাল্লা রোডের মামুন ট্রেডার্স সামনে থেকে অভিযান চালিয়ে মাসুমকে গ্রেফতার করে। মাসুম আমকান্দি গ্রামের রহমত আলীর পুত্র। ডিবির ওসি জানান, আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাদের অভিযান নিয়মিত চলবে।