নবীগঞ্জ প্রতিনিধি ॥ শারদীয় দুর্গা পুজা উপলক্ষে নবীগঞ্জ-বাহুবলের উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন, হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মুকিত চৌধুরী। গতকাল শনিবার নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মালম্বী সকল শ্রেণি পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সাথে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।