স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের এক অসুস্থ মহিলা ও তার পরিবার মেম্বার পুত্রের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
জানা যায়, ওই গ্রামের গোপেন্দ্র নাথের মেয়ে নিভারানী দেবনাথ ও ৭ বছরের শিশু সন্তান স্বামীসহ ৫/৬ বছর যাবত তার পিত্রালয়ে বসবাস করে আসছিলেন। হঠাৎ করে নিভারানীর গলায় ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করে আসছিলেন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিল না তার পরিবার। এ অবস্থায় তার চিকিৎসার জন্য ৯নং পুকড়া ইউনিয়নের কয়েকজন প্রবাসী স্থানীয় মেম্বার পুত্রের নিকট কিছু অর্থ প্রদান করেন। কিন্তু মেম্বার পুত্র ওই অর্থ চিকিৎসা কাজে ব্যয় করেননি বলে জানান নিভারানী। এ নিয়ে সম্প্রতি স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এতে মেম্বার পুত্র ক্ষিপ্ত হয়ে অসুস্থ নিভারানী ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছেন। এতে ভয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন নিভারানী ও তার পরিবার। এ বিষয়ে অসুস্থ নিভারানীর স্বামী টুটন দেবনাথ বলে, ওই মেম্বার পুত্রের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। তার বিরুদ্ধে মুখ খুললেই, সে হামলা ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়।
শারদীয় দূর্গা পুজার নিরাপত্তা নিশ্চিতে
জেলা পুলিশের ওয়াচ টাওয়ার স্থাপন
স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দূর্গা পুজার নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের উদ্যোগে ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। শহরের রামকৃষ্ণ মিশন রোডে গতকাল সন্ধায় ওয়াচ টাওয়ারের উদ্বোধন করেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সূপার মোঃ খলিলুর রহমান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. নলিণী কান্ত রায় নিরু, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি জগদীশ চন্দ্র মোদক, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি কাউন্সিলর গৌতম কুমার রায়, সাংগঠনিক সম্পাদক পংকজ কান্তি পল্লব প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।