শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

এশিয়া প্যাসিফিক আরবান ফোরামে অংশ নিতে দক্ষিন কোরিয়া গেলেন হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা

  • আপডেট টাইম রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৩-২৮ অক্টোবর ২০২৩ দক্ষিন কোরিয়ার শোওনে শহরে অনুষ্ঠিতব্য অষ্টম এশিয়া প্যাসিফিক আরবান ফোরাম ও নবম এশিয়া প্যাসিফিক হাউজিং ফোরামে অংশ নিতে কোরিয়া গেছেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। জাতিসংঘের ইউএনহ্যাবিটেট এর আমন্ত্রণে উক্ত আন্তর্জাতিক সম্মেলনে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ(ম্যাব) এর প্রেসিডেন্ট ও নিলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমদের নেতৃত্বে ম্যাবের ১১ সদস্যের একটি টিম অংশ নিচ্ছেন যেখানে বাংলাদেশের বিভিন্ন পৌরসভার ১০ জন পৌর মেয়রের সাথে একমাত্র পৌরসভার কর্মকর্তা হিসেবে অংশ নিচ্ছেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা। সম্মেলনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর নগর স্থানীয় সরকার, এসডিজি, কাইমেট চেঞ্জ, আবাসন ব্যবস্থা ইত্যাদি বিষয়সমূহ আলোচিত হবে এবং এ অঞ্চলের দেশগুলোর নগরায়নের বিভিন্ন সমস্যা ও সমাধানের পন্থাসমূহ আলোচিত হবে। মো: জাবেদ ইকবাল চৌধুরী কোরিয়ার ইন্টারন্যাশনাল ইয়ুথ একচেঞ্জ সেন্টার ও দাহাম ভলান্টিয়ার সেন্টার নামক দুটি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি। ইতোপূর্বে এ দুটি সংস্থার ভলান্টিয়ার টিম কয়েকবার হবিগঞ্জ পৌরসভার আমন্ত্রণে হবিগঞ্জ পৌরসভায় বিভিন্ন ভলান্টিয়ার কার্যক্রম ও হবিগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে সাংস্কৃুতিক ভাববিনিময় করেছে যার সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। কোরিয়াতে অবস্থানকালে এ দুটি সংস্থার প্রধানদের সাথে আগামীতে হবিগঞ্জ পৌরসভায় ভলান্টিয়ার কার্যক্রম ও সাংস্কৃতিক ভাববিনিময় বিষয়ে আলোচনা করার কর্মসূচী রয়েছে। এছাড়া হবিগঞ্জ পৌরসভার সাথে কোরিয়ার গইয়াং সিটির টুইল লিংক স্থাপনের লক্ষে গইয়াং শহরের মেয়রের সাথে দেখা করবেন তিনি। উল্লেখ্য হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা কোরিয়া বিশ্ববিদ্যালয় হতে আরবান এ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ইউএনডিআরআর এর একজন মাষ্টার ট্রেইনার হিসেবে বাংলাদেশের পৌরসভা সমূহের জলবায়ু পরিবর্তন মোকবিলার লক্ষ্যে এমসিআর-২০৩০ ক্যাম্পেইন পরিচাচালনার বিষয়ে সক্রিয় ভুমিকা রাখছেন। ২০২২ সালে তিনি ইন্দোনেশিয়ার বালি ও অষ্ট্রেলিয়ার ব্রীজবেনে ইউএনডিআরআর জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com