বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

ব্যবস্থাপনা কমিটির সভায় ক্ষোভ প্রকাশ করলেন কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবু জাহির ॥ চিকিৎসা সেবা শতভাগ নিশ্চিত করতে হবে

  • আপডেট টাইম সোমবার, ২৫ আগস্ট, ২০১৪
  • ৫৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের নানা অব্যবস্থাপনা, দালালদের দৌরাত্ব ও কুকুর বিড়ালের উপদ্রব বৃদ্ধিতে ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় ক্ষোভ প্রকাশ করলেন কমিটির সভাপতি ও সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির। গতকাল সকালে হাসপাতালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিকালে হাসপাতালে জনগণের কাংখিত সেবা ও চিকিৎসা সেবা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠায় সংসদ সদস্য হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় হাসপাতালে দালালদের বিচরণ প্রতিরোধ করার জন্য একটি কমিটি গঠন করা হয়।
এমপি মোঃ আবু জাহির তার বক্তব্যে বলেন, হাসপাতালে চিকিৎসা সেবা শতভাগ নিশ্চিত করতে হবে। সকল চিকিৎসক ও কর্মচারীদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি বলেন, সরকার সারা দেশের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ করেছে। প্রয়োজনীয় ওষুধপত্রসহ চিকিৎসা উপকরণও দেওয়া হচ্ছে। কাজেই কাংখিত সেবা প্রদানে কোন ধরনের অবহেলা কাম্য নয়। তিনি হাসপাতাল কমপ্লেক্সে বহিরাগতদের গাড়ী পার্কিং, অতিরিক্ত লোকের অবাধ বিচরণ প্রতিহত করতে ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুর রউফ, সিভিল সার্জন ডাঃ নাছির উদ্দিন ভূইয়া, ডাঃ অসীত রঞ্জনব দাশ ও সমাজসেবার উপ পরিচালক শোয়েব আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য পরে হাসপাতালের নির্মানাধীণ ভবন পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রেখে যথাসময়ে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com