স্টাফ রিপোর্টার ॥ নারীঘটিত ঘটনাকে কেন্দ্র করে পইল ইউনিয়নের নাজিরপুর গ্রামে হামলা ও সংঘর্ষে দুই সহোদর আহত হয়েছে। আহতরা হচ্ছে-ওই গ্রামের মৃত মজর উল্লার ছেলে স্বপন মিয়া (৩২) ও স্বপন মিয়ার ভাই জসিম উদ্দিন (৩০)। এদের মধ্যে জসিম উদ্দিনকে সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূূত্রে জানা গেছে-নাজিরপুর গ্রামের সুমন মিয়া ও জসিম মিয়ার মধ্যে নারীঘটিত ঘটনা নিয়ে গতকাল বিকেল ৫টার দিকে নাজিরপুর মসজিদের কাছে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উল্লেখিত দুই ভাই আহত হয়।